মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬

ধর্ষিতাকে এমন প্রশ্নও করতে পারেন আইনজীবী!

বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একবার সম্মানহানি হয়েছিল৷ ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি৷ কিন্তু বিচারের দরজায় টোকা দিয়ে যা হল, তা সেই সম্মানহানির থেকেও যেন মারাত্মক। আইনজীবী যে ধর্ষিতাকে এমন প্রশ্ন করতে পারেন, তা তিনি ভাবতেও পারেননি।
২০১৪ সালে কানাডার এই নারীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ২৯ বছরের অ্যালেকজান্ডার স্কট ওয়াগারকে৷ তারপর থেকে নিজেকে নির্দোষ বলে দাবি করে চলেছে অভিযুক্ত। কানাডার এক আদালতে ঘটনার মামলা চলাকালীন অভিযুক্তের আইনজীবী নির্যাতিতাকে জিজ্ঞাসা করেন, সেই পরিস্থিতিতে কেন তিনি নিজের পা দু’টি জোড়ো করে রাখেননি৷ কেন তিনি আত্মরক্ষার জন্য নিজের নিচের অংশ পানির নিচে ডুবিয়ে দেননি৷ এখানেই থেমে থাকেননি তিনি৷ শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়ে তাঁর প্রশ্ন, ধর্ষকের যৌনাঙ্গের মাপ কত ছিল? এমন অশালীন প্রশ্ন করায় আইনজীবীকে এই মামলা থেকে সাসপেন্ড করে আদালত।
চলতি সপ্তাহে অভিযুক্তর দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ফের একই প্রশ্ন করেন। নির্যাতিতা যার উত্তরে শুধু ‘না’ বলেছেন৷ অভিযুক্তের দাবি, ওই নারীর অনুমতিতেই তিনি মিলিত হয়েছিলেন।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন