সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এবার ক্ষতবিক্ষত জাকিয়া



বখাটে যুবকের চাপাতির কোপে ক্ষত-বিক্ষত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জাকিয়া সুলতানা। অথচ আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তার জেএসসি পরীক্ষা। ওই পরীক্ষায় জাকিয়ার সিটটি থাকবে ফাঁকা।
রাজধানীর পিলখানা বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের স্কুলছাত্রী জাকিয়া সুলতানার সারা শরীরে চাপাতির ৪০টি কোপ। মেয়েকে সুস্থ করে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার পরিবার, চিকিৎসায় নিঃশেষিত হয়েছে শেষ সঞ্চয়টুকু। তবু মেয়েকে সম্পূর্ণ সুস্থ করে স্বাভাবিক অবস্থায় দেখতে চান বাবা মো. জমসেদ আলী।
এলাকাবাসী জানায়, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দিনাজপুরের বোচাগঞ্জের মো. ইব্রাহিম চৌধুরী নামে এক বখাটে গত ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার মিলরোড লেবার লাইন পাড়ায় স্কুলছাত্রীর বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে ওই দিন দুপুরে উপজেলার ছটকুর মোড় এলাকা থেকে ওই বখাটেকে গ্রেফতার করে পুলিশ।
দিনাজপুরের বোচাগঞ্জের মিলরোড লেবার লাইন পাড়ার বাসিন্দা ও সাতক্ষীরা জেলায় কর্মরত বিজিবি সদস্য মো. জমসেদ আলীর জ্যেষ্ঠ কন্যা জাকিয়া সুলতানা। সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি মাধ্যমিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সে। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও গ্রামে পৈতৃক বাড়ি হলেও বোচাগঞ্জে ভাড়া বাসায় থাকতেন জমসেদ আলীর পরিবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন