বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

নারী পুলিশ সদস্যের সুইসাইড নোটে অভিযুক্ত সহকর্মী আটক

লাস্টনিউজবিডি, ১০ নভেম্বর, ঢাকা: আশুলিয়া থানায় কর্মরত নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় জিয়াউর রহমান নামে তার এক সহকর্মীকে আটক করা হয়েছে।
জিয়া পুলিশের কনস্টেবল ও আশুলিয়া থানার গাড়িচালক। তিনি ফরিদপুরের বোয়ালমারীর এনামুল হকের ছেলে।
বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত নারী পুলিশ সদস্য সাবিনা ইয়াসমিনের (২২) সুইসাইড নোটে জিয়াউর রহমানকে দায়ী করার ইঙ্গিত রয়েছে। জিয়া তার সর্বস্ব লুটে নিয়েছে বলে সুইসাইড নোটে এমন ইঙ্গিত রয়েছে।
ওসি জানান, এ জন্য তাকে আটক করে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, বুধবার বেলা তিনটায় পুলিশ সাবিনা ইয়াসমিনের শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলে ছিল।
এসময় তার কক্ষ থেকে একটি ডায়েরি ও চিরকুট উদ্ধার করা হয়।৬ মাস আগে তিনি আশুলিয়া থানায় যোগদান করেন। তিনি মানিকগঞ্জের হরিরামপুর এলাকার মো: হজা মিয়ার কন্যা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন