নূর বেগমের 'আহাজারীতে' আকাশ বাতাসও ভারি হয়ে যাচ্ছে! এ'আহাজারি যেন, আর থামবে না!
নূর বেগমের দু'ছেলেকে মায়ানমারের সেনাবাহিনী 'আগুনে' পুড়িয়ে হত্যা করেছে- ঘর বাড়ি সব আগুনে ভস্মীভূত করেছে!
সেনাবাহিনী তাঁর 'স্বামীকে' গ্রেফতার করেছে।
একাধারে বিশটি দিন হেঁটেছেন, অনাহারে-অর্ধাহারে থেকেছেন, বাংলাদেশ-চীন সীমান্তের বিভিন্ন পয়েন্টে ঘুরেছেন, নিরাপদ একটু আশ্রয়ের জন্য!
গত শুক্রবার কক্সবাজার 'রোহিঙ্গা-লেদা' ক্যাম্পে উঠেন।
কিন্তু 'ভাগ্য' তাঁর সহায় হয়নি!
সেনাবাহিনী তাঁর 'স্বামীকে' গ্রেফতার করেছে।
একাধারে বিশটি দিন হেঁটেছেন, অনাহারে-অর্ধাহারে থেকেছেন, বাংলাদেশ-চীন সীমান্তের বিভিন্ন পয়েন্টে ঘুরেছেন, নিরাপদ একটু আশ্রয়ের জন্য!
গত শুক্রবার কক্সবাজার 'রোহিঙ্গা-লেদা' ক্যাম্পে উঠেন।
কিন্তু 'ভাগ্য' তাঁর সহায় হয়নি!
একমাত্র বেঁচে যাওয়া সন্তানটি অনাহারে-অর্ধাহারে থাকার কারণে কঙ্কালসার হয়ে যায়! শনিবারে শিশুটি মারা যায়।
এরপর থেকে নূর বেগমের কান্না যেন, আর থামছেই না।
এ'দুঃখ দেখার যেন, কেও নেই!
নিশ্চয় এ'কষ্ট আল্লাহর আরশে পৌঁছে গেছে।
আয় আল্লাহ, নূর বেগমের মত সকল অসহায়কে আপনি নিরাপদ আশ্রয় দান করেন!
(পোস্টটি শেয়ার করে আরাকানের মা-বোনদের নির্যাতন ও বুকফাঁটা আর্তনাদ বিশ্বের কাছে পৌঁছে দিন)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন