কুমিল্লায় খালেদা আক্তার (১৭) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। সে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামের দিনমজুর আবুল হাসেমের মেয়ে।
শুক্রবার সকালে নগরীর আদালত সড়কের বায়তুল নাহার নামে একটি ভবনের দ্বিতীয় তলায় কলেজ অধ্যক্ষের বাসা থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলের ওই বাসায় খালেদা আক্তার (১৭) দীর্ঘ দিন ধরে গৃহপরিচারিকার কাজ করে আসছিল। বৃহস্পতিবার রাতে ওই বাসায় খালেদা রহস্যজনকভাবে মারা যায়।
শুক্রবার সকালে কোতয়ালী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।এ বিষয়ে অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
মেয়ের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে গ্রামের বাড়িতে কান্নায় ভেঙ্গে পড়েন খালেদার হত-দরিদ্র বাবা আবুল হাসেম, মা ও স্বজনরা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো. আবদুর রব জানান, ভিকটিমের গলায় দাগ রয়েছে। গলায় ফাঁস লাগিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ মৃত্যুর নেপথ্য কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন