বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

পরীক্ষার্থীকে ধর্ষণ


রাজবাড়ীতে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগে মঙ্গলবার সকালে মামলা করা হয়েছে। মামলায় রাজবাড়ী জেলা সদরের নয়নদিয়া গ্রামের পুলিশের সাবেক এসআই মালেক মোল্লার ছেলে শেখ মো. রিফাতকে আসামি করা হয়েছে। মেয়েটি জানায়, কয়েক বছর ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে রিফাতের সঙ্গে তার দেখা ও কথা হতো। এর সূত্র ধরে তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। গত শনিবার সকালে সে বাড়ি থেকে বের হয়। রিফাত তাকে একটি রিকশায় তুলে ঘোরায়। বিকেল ৩টার দিকে শহরের একটি ইটভাটার মধ্যে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ হয়। পরে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনার পর সে রিফাতের বাড়িতে গিয়ে ওঠে। মামলার বাদী ওই মেয়ের বাবা বলেন, ‘আমার একটাই সন্তান। রিফাতের বাড়িতে তার অবস্থানের খবর পেয়ে যাই। মেয়ের কাছ থেকে ঘটনা শুনি। রিফাতের মা-বাবাকে বিষয়টির সুরাহা করার জন্য অনুরোধ করি। তবে রিফাতের বাবা পুলিশের সাবেক দারোগা হওয়ায় তিনি আমার কথা শোনেননি। ন্যায়বিচার পাওয়ার আশায় বাধ্য হয়ে মামলা করেছি।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন