প্রশ্ন : শেষ ওভারটা করতে এসে আপনার নিজের কী পরিকল্পনা ছিল?
মাহমুদ উল্লাহ : আমি নিজের ওপর খুব একটা চাপ নিচ্ছিলাম না। তবে শেষ বলটা করার সময় চাপে ছিলাম। আমি শুধু ভাবছিলাম যে যদি ভালো জায়গায় বল ফেলতে পারি আর ভাগ্যের সহায়তা পাই, তাহলে হয়তো ম্যাচ জিততেও পারি। এরকম একটা ম্যাচ জিততে পেরে বেশ ভালো লাগছে।
প্রশ্ন : তার মানে কি প্রতিপক্ষই চাপ নিয়ে নিয়েছিল?
মাহমুদ : আমার মনে হয়, ওদের জন্যই গেমটা সহজ ছিল। আপনি যদি রাজুর (আবুল হাসান) আউটটা দেখেন, বলটা ওর নাগালে ছিল, কিন্তু সে ভালোভাবে টাইমিং করতে পারেনি। রাজুর উইকেটটা আমাকে একটা মোমেন্টাম দিয়েছে। তখনই আমি ভাবা শুরু করেছি যে, ফলাফলটা আমাদের দিকেও আসতে পারে।
প্রশ্ন : শেষ বলে তো যেকোনো কিছুই হতে পারত। ব্যাটের কানায় লেগে চার হয়ে যেতে পারে, একটু কি চাপ ছিল?
মাহমুদ : হ্যাঁ, আমি ওইটাই চিন্তা করছিলাম। আমার প্ল্যান ছিল আউটসাইড অফস্টাম্প। আমি জানি, অপুর (নাজমুল হোসেন) একটা ভালো অপশন হচ্ছে স্লগ সুইপ। তাই আমি ওই জায়গায় বল ফেলতে চাচ্ছিলাম না। শেষের আগের বলটায় তাই আমি একটু থেমেছিলাম, দেখতে চেয়েছিলাম সে কী করে। দেখি যে সে আসলে রিভার্স সুইপই করতে গিয়েছে। তারপর আমি আমার পরিকল্পনাই ঠিক রেখেছি, ভেবেছি আউটসাইড অফস্টাম্পই বল করব। এক্সট্রা কাভার ফিল্ডারটাও বের করে রেখেছিলাম। অপু মিস করেছে, আমরাও ম্যাচটা জিতে গেছি।
প্রশ্ন : ম্যাচের ঘুরে যাওয়াটা কোথা থেকে শুরু? স্যামির আউটটা থেকে, নাকি মমিনুলের আউট?
মাহমুদ : তিনটি জায়গার কথা বলব। জুনায়েদ খানের তিনটি উইকেট, শফিউলের নেওয়া স্যামির উইকেটটা আর এরপর মমিনুলের উইকেট। আমার মনে হয়, এই তিনটিই বেশ ক্রুশিয়াল ছিল।
প্রশ্ন : টুর্নামেন্টের আগে বলা হচ্ছিল ঢাকা, চিটাগং অনেক বড় দল। খুলনার নাম সেভাবে বলা হয়নি। এরকম একটা লো-স্কোরিং ম্যাচে এভাবে জেতা, টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ, এটা কি কিছুটা অনুপ্রেরণা দিল?
মাহমুদ : হ্যাঁ, খুবই উৎসাহব্যঞ্জক। কারণ, কাগজে-কলমে হয়তো আমাদের দলে খুব বড় নাম নেই, কিন্তু আমাদের ভালো কিছু খেলোয়াড় আছে। যদি আমরা নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারি, প্রত্যাশার চেয়েও ভালো করতে পারি। টিম হিসেবে খেললে আপনি যে কাউকে হারাতে পারবেন।
প্রশ্ন : মেহেদী হাসান মিরাজকে ১০ নম্বরে নামতে দেখে কি একটু অবাক হয়েছেন?
মাহমুদ : ওর ব্যাটিং অর্ডার দেখে আমি একটু অবাকই হয়েছি। আমি আশা করেছিলাম ও একটু ওপরের দিকে নামবে। ও ব্যাটিংয়েও ভালো। আমার মনে হয়, ওকে আরো সুযোগ দেওয়া উচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন