ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ফের চরম হেনস্থার শিকার হলেন মুসলিম সম্প্রদায়ের এক ছাত্রী। ক্লাসে সবার সামনে তাঁর হিজাব খুলে ফেলে দিয়ে চুল ধরে সজোরে টানতে থাকে তাঁরই এক সহপাঠী। যার পর ওই স্কুলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস্ (সিএআইআর)। কেন ওই ছাত্রীর সঙ্গে এমন আচরণ করা হল দ্রুত তদন্ত করে স্কুল কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সিএআইআর।
ওই ছাত্রীর পরিবারের অভিযোগ অনুযায়ী, একটা ক্লাস সম্পন্ন হওয়ার পরেই আচমকা এক সহপাঠী তাঁর পিছনে এসে দাঁড়ান। তারপর তাঁর হিজাব টেনে খুলে মাটিতে ফেলে দেন। এর পর সকলের সামনেই ছাত্রীর চুল ধরে সজোরে টান দেন। প্রতিবাদ করলেও তাঁর পাশে কেউই দাঁড়াননি। উপরন্তু তা নিয়ে হাসাহাসি চলছিল ক্লাস জুড়ে। স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোনও সুফল পাওয়া যায়নি। এর পরই সিএআইআর-এর দ্বারস্থ হয় ওই ছাত্রীর পরিবার। মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষকে এক নোটিস জারি করে সিএআইআর মিনেসোটার এক্সিকিউটিভ ডিরেক্টর জয়লানি হুসেন বলেন, ‘‘স্কুল কর্তৃপক্ষের উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। নচেৎ স্কুলে পড়াশোনার সুষ্ঠ পরিবেশ বজায় রাখা যাবে না।’’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন