বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

পুলিশের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে নগদ টাকা ও সোনা চুরি, এলাকায় চাঞ্চল্য

আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি- এবার পুলিশের ঘর থেকে নগদ টাকা ও সোনার গহনা চুরি করে নিয়ে গেছে চোরের দল। চাটমোহর থানার পুলিশ কনস্টেবল পিকআপ চালক মো. হাবিবুর রহমান হাবিবের দোলং মহল্লার ভাড়া বাসায় ঘটনা ঘটে।
এ সময় চোরের দল জানালার গ্রিল ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা ও সমপরিমাণ মূল্যের বিদেশী সোনার চেইন চুরি করে নিয়ে যায়। হাবিব দোলং মহল্লার জনৈক নাজিম উদ্দিনের বাসায় ভাড়া থাকেন বলে জানা গেছে।
পুলিশ কনস্টেবল হাবিব জানান, ‘বুধবার দিনগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে চোরের দল জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে লেদারের ভেতর থেকে নগদ ২০ হাজার টাকা ও সম পরিমাণ মূল্যের একটি বিদেশী সোনার চেইন চুরি করে নিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে জানালার গ্রিল ভাঙ্গা দেখে বিষয়টি টের পাই। পরে বিষয়টি আমি মৌখিকভাবে ওসি স্যারকে জানিয়েছি।’
ঘটনার পর থানার এসআই তরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, অতিসম্প্রতি চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় আশংকাজনক হারে চুরি বেড়ে যাওয়ায় চোর আতংক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন