শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬

পদ্মা সেতু নিয়ে তৈরি একটি অসাধারন প্রামাণ্য চিত্র (দেখুন ভিডিওতে) (শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন)

পদ্মা সেতুর সংক্ষিপ্ত বিবরণ
এক নজরে পদ্মা বহুমূখী সেতু প্রকল্প
প্রকল্পের নামঃ পদ্মা বহুমূখী সেতু প্রকল্প।
প্রকল্পের বিভিন্ন উপাঙ্গসমূহঃ
ক) মূল সেতু
খ) নদীশাসন কাজ
গ) জাজিরা সংযোগ সড়ক ও আনুসঙ্গিক সুযোগ সুবিধা
ঘ) মাওয়া সংযোগ সড়ক ও আনুসঙ্গিক সুযোগ সুবিধা
ঙ) সার্ভিস এরিয়া-২
চ) পুনর্বাসন
ছ) পরিবেশ
জ) ভূমি অধিগ্রহণ
ঝ) সিএসসি (মূল সেতু ও নদীশাসন)
ঞ) সিএসসি (সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া-২)
ট) ইঞ্জিনিয়ারিং সাপোর্ট এন্ড সেফটি টিম (ইএসএসটি)
মূল সেতু (৬.১৫ কি:মি: দৈর্ঘ্য):
ঠিকাদার : চায়না মেজর ব্রীজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, চায়না।
চুক্তির মেয়াদ : ৪ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন)।
চুক্তি মূল্য : টাকা ১২,১৩৩.৩৯ কোটি।
চুক্তি স্বাক্ষরের তারিখ : জুন ১৭, ২০১৪।
কার্যাদেশ প্রদানের তারিখ : নভেম্বর ২৬, ২০১৪।
কাজের অগ্রগতি : যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রী সাইটে আনায়ন, সেতুর test pile এবং channel dredgingসহ ঠিকাদারের আবাসন, stack yard, casting yard ইত্যাদি নির্মাণ এর কার্যক্রম চলমান আছে।
নদীশাসন কাজ (১৪ কিঃমিঃ দৈর্ঘ্যে):
ঠিকাদার : সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড, চায়না।
চুক্তির মেয়াদ : ৪ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন)।
চুক্তি মূল্য : টাকা ৮,৭০৭.৮১ কোটি।
চুক্তি স্বাক্ষরের তারিখ : নভেম্বর ১০, ২০১৪।
কার্যাদেশ প্রদানের তারিখ : ডিসেম্বর ৩১, ২০১৪।
কাজের অগ্রগতি : জমি হস্তান্তর, যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রী সাইটে আনায়ন, নির্মাণ সামগ্রী ক্রয় প্রক্রিয়াকরণ ও ঠিকাদারের আবাসন, stack yard, casting yard ইত্যাদি নির্মাণ এর কার্যক্রম চলমান আছে।
জাজিরা সংযোগ সড়ক ও আনুসঙ্গিক সুযোগ সুবিধা:
ঠিকাদার : এএমএল-এইচসিএম(জেভি)
চুক্তির মেয়াদ : ৩ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন)
চুক্তি মূল্য : টাকা ১০৯৭.৪০ কোটি।
কার্যাদেশ প্রদানের তারিখ : অক্টোবর ০৮, ২০১৩।
কাজের অগ্রগতি : ২৯.১০%।
মাওয়া সংযোগ সড়ক ও আনুসঙ্গিক সুযোগ সুবিধা:
ঠিকাদার : এএমএল-এইচসিএম(জেভি)
চুক্তির মেয়াদ : ২.৫ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন)
চুক্তি মূল্য : টাকা ১৯৩.৪০ কোটি।
কার্যাদেশ প্রদানের তারিখ : জানুয়ারী ২৭, ২০১৪।
কাজের অগ্রগতি : ২১.৫%।
সার্ভিস এরিয়া-২:
ঠিকাদার : আব্দুল মোনেম লিমিটেড।
চুক্তির মেয়াদ : ২.৫ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন)
চুক্তি মূল্য : টাকা ২০৮.৭১ কোটি।
কার্যাদেশ প্রদানের তারিখ : জানুয়ারী ১২, ২০১৪।
কাজের অগ্রগতি : ১২%।
পুনর্বাসন:
ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে জমির মোট অতিরিক্ত
বদলীমূল্য প্রদান : টাকা ৫০০.৭১ কোটি টাকা(৩১/১২/২০১৪ তারিখ পর্যন্ত)।
মোট প্লটের সংখ্যা : ২৬৯৮টি।
আবাসিক প্লটের সংখ্যা : ২৬১৮টি।
বানিজ্যিক প্লটের সংখ্যা : ৮০টি।
অনুমোদিত ১০৪৫টি প্লটের মধ্যে ৯৭৭টি প্লট ক্ষতিগ্রস্থদেরকে হস্তান্তর করা হয়েছে (৩১/১২/২০১৪ তারিখ পর্যন্ত)।
পরিবেশ:
২০১২ সাল থেকে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে এবং অদ্যাবধি মোট ৫৫,১৫০টি বৃক্ষ রোপন করা হয়েছে।
ভূমি অধিগ্রহণ:
প্রকল্পের জন্য মোট ১৪০৮.৫৪ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে।
সিএসসি(মূল সেতু ও নদীশাসন):
পরামর্শক প্রতিষ্ঠান : কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন, দক্ষিণ কোরিয়া ও সহযোগী প্রতিষ্ঠান।
চু্ক্তির মেয়াদ : ৪ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন)।
চুক্তি মূল্য : টাকা ৩৮৩.১৫ কোটি।
চুক্তি স্বাক্ষরের তারিখ : নভেম্বর ০৩, ২০১৪।
কাজের অগ্রগতি : মূল সেতু ও নদীশাসন এর নির্মাণ কাজ তদারকীর জন্য জনবল deployment সহ তদারকী কাজ চলমান আছে।
সিএসসি (সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া-২):
পরামর্শক প্রতিষ্ঠান : স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেসনস(এসডব্লিউও-ওয়েষ্ট), বাংলাদেশ সেনাবাহিনী, সহযোগীতায় বিআরটিসি, বুয়েট।
চু্ক্তির মেয়াদ : ৩ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন)
চুক্তি মূল্য : টাকা ১৩৩.৪৯ কোটি।
কার্যাদেশ প্রদানের তারিখ : অক্টোবর ১৩, ২০১৩।
কাজের অগ্রগতি : ৪০%।
ইঞ্জিনিয়ারিং সাপোর্ট এন্ড সেফটি টিম (ইএসএসটি):
ইএসএসটি : বাংলাদেশ সেনাবাহিনী।
চুক্তির মেয়াদ : ৪ বছর+১ বছর(রক্ষণাবেক্ষন)।
চুক্তি মূল্য : টাকা ৭২.১৪ কোটি।
কার্যাদেশ প্রদানের তারিখ : অক্টোবর ১৩, ২০১৩।
কাজের অগ্রগতি : ৩০%।
সুত্রঃ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন