এবার আর রেহাই পেলেন না বেন স্টোকস। ওয়ানডে সিরিজে তাকে শুধু ‘সতর্ক’ করা হলেও এবার শাস্তি পেতেই হলো এই ইংলিশ অলরাউন্ডারকে। ঢাকা টেস্টের তৃতীয় দিনে সেই সাব্বির রহমানের সঙ্গেই ঝগড়া করে জরিমানা গুনলেন তিনি। অক্রিকেটীয় আচরণের শাস্তি হিসেবে স্টোকসের ম্যাচ ফি’র ১৫ শতাংশ কর্তন করা হয়েছে। সেইসাথে তার নামের পাশে যোগ হয়েছে একটি ‘ডিমেরিট’ পয়েন্ট।
ম্যচের তৃতীয় দিন সকালে সাব্বির রহমান উইকটে যাওয়ার পর তার সঙ্গে অকারণে বিবাদে জড়ান স্টোকস। আম্পায়াররা বারবার নিষেধ করার পরও তিনি তা শোনেননি। আম্পায়াররা তখন অধিনায়ক অ্যালেস্টার কুককে বলেন স্টোকসকে থামাতে। কিন্তু তার পরও বিরত থাকেননি এই অলরাউন্ডার। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে।
ম্যাচ শেষে অবশ্য সব স্বীকার করেছেন স্টোকস। ম্যাচ রেফারির আন অভিযোগ এবং শাস্তি মেনে নিয়েছেন। তাই শুনানির প্রয়োজন পড়েনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন