টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়কে স্যালুট দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। সোমবার বিকালে যুক্তরাষ্টের বাংলাদেশি দূতাবাসের ফেসবুক পেইজে সাকিবের মতো উদযাপন করে বার্নিকাটের একটি ছবি পোস্ট করে ক্রিকেট দলকে ঐতিহাসিক টেস্ট জয়ে অভিনন্দন জানানো হয়।
ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে দূতাবাসের অফিসিয়াল ফ্যান পেইজে ছবিটি পোস্ট করে লেখা হয়েছে Ambassador Bernicat congratulates the Bangladesh Cricket : The Tigers on their historic Test win against #England
এরআগে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনেই জয় পাওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার মন্ত্রিসভা থেকেও বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন