রাজধানীর পিলখানা বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের স্কুলছাত্রী জাকিয়া সুলতানার সারা শরীরে চাপাতির ৪০টি কোপ। মেয়েকে সুস্থ করে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার পরিবার, চিকিৎসায় নিঃশেষিত হয়েছে শেষ সঞ্চয়টুকু। তবু মেয়েকে সম্পূর্ণ সুস্থ করে স্বাভাবিক অবস্থায় দেখতে চান বাবা মো. জমসেদ আলী।
এলাকাবাসী জানায়, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দিনাজপুরের বোচাগঞ্জের মো. ইব্রাহিম চৌধুরী নামে এক বখাটে গত ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার মিলরোড লেবার লাইন পাড়ায় স্কুলছাত্রীর বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে ওই দিন দুপুরে উপজেলার ছটকুর মোড় এলাকা থেকে ওই বখাটেকে গ্রেফতার করে পুলিশ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন